মিল্টন সেন,হুগলি: মাথার পেছন দিকে ভারি কিছু দিয়ে আঘাত করে প্রেমিকাকে থেতলে নৃশংসভাবে খুন করল প্রেমিক। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য পান্ডুয়ায় মহানাদের স্কুল কোয়ার্টারে। মৃত যুবতীর নাম সৌমি গাঙ্গুলি। ঘটনার পর প্রেমিক সৈকত সরকার বিষ খেয়ে আত্মহত্যার. চেষ্টা করে। তাঁকে চুঁচুড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, যুবতীর মা মহানাদ হাইস্কুলের শিক্ষিকা। স্কুল সংলগ্ন কোয়ার্টারে মা-মেয়ে থাকতেন। রাতেই যুবতীকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। এদিন সকালে ঘটনাস্থলে যান পান্ডুয়া থানার পুলিশ এবং হুগলি গ্রামীন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। জানা গিয়েছে সৈকত সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক ওই যুবতীর। একই এলাকার বাসিন্দা দুজনে। যুবতীর বাড়িতে যাতায়াত ছিল যুবকের। গত মাস ছয়েক ধরে সেই সম্পর্কে ভাঁটা পরে। আবারও সম্পর্ক ঠিক করার চেষ্টা বিফল হওয়ার অবসাদ থেকে এই খুন বলে প্রাথমিক অনুমান তদন্তকারী পুলিশের। মৃত যুবতীর মা এখনই কিছু বলতে চাননি।
